।। লোভাগ্রাস ।।

শহর!
নামটা শুনলেই কেমন যেন
সাড়া ফেলে এখনকার বিলাসবহুল
বিবেকের অধিকারিদের.....!
কেন জানি না কিসের এত আনন্দ
পায় খুঁজে........!
যেখানে নেই কোনো সবুজ তারুল্যের
চিহ্ন টুকু  !
নেই কোনো শান্ত মধুর সকাল !
এমনকি সুরেলা পাখিরাও হার মেনে
পাড়ি দেয় বহুদুরান্তে,
নির্জন যন্ত্রীহীন সবুজের দেশে।
নিয়মিত প্রানহীন বিজ্ঞানের কোলাহলে
ব্যস্ত এই জনজীবন.....
ভোর হতে দিগন্তে।
চারিদিক পাকাঝকঝকের গ্রাসে
অতলতলে তলিয়েছে প্রকৃত দেবভূমি,
শত শত মনিবের চরন হতে।
ধুমে ঘনাঘটা অশ্পষ্ট আকাশে —
সুর্যের অবস্থান বিচারে আনা দ্বিমত
কারুর কারুর মনে.....!
তবুও ছুটে যায় গ্রাম উজাড় করে
শহরের শেষটুকু দখলে.....!
                  - - Æ-
                                    মর্মভেদীহস্তে
                                    সৈকত জানা