।। বৃষ্টির দিনে।।

বৃষ্টি!
           তুই ঝরতিস
উষ্ণ রবির রোদে
           ভিজতাম সারাদিন
বাড়ির ছাদহীন ছাদে !
           গোধূলি লগ্নে তোর উপস্থিতিতে
আকাশ জুড়ে মেলে ধরিস
           শুভ রামধনুর শিখা !
তোর আগমনে......
           ব্যস্ত এই জনজীবন
ক্ষনিক মিথ্যুক হাওয়ার
           সুযোগ পায় ।
যতই দিনের আলো
           ফুরিয়ে আসে ......!
হালকা শীতের আমেজ
           উন্মত্তে মাতিয়ে তোলে
এই রঙরুপী মানবী মনকে।
           ক্রমে ক্রমে ঝিঁঝিঁপোকার
নির্ভেজাল ডাক .........!
           জাগিয়ে তোলে সন্ধ্যার মহিমাকে।
           এবারও তোর আগমনে,
উনিশের আষাঢ়ে হাজির আমি
           মেঘের আড়ালে, গারো, খাসি
জয়ন্তির দেশে .........!
                   - - Æ - -
              
                                     # সৈকত #