।। বিলম্ব।।
# সৈকত জানা #
কই তুমিতো নও....
আষাঢ় বাদলের রাত্রি এড়ানো গগন..?
তবু যেন মনে হয়.....
কেউ তোমারই মতন
চেয়ে থাকে নিলাজ নীলে।
হৃদয় তলে দিল কে
অন্ধকারের মেঘ মেলে ?
আঁখি জল জল...
করুনা লয়ে বসে থাকি দুয়ার খুলে।
বৃথা এ বাসনা একোন ভুলে?
একলা বসি আপন আঁধারে।
বইছে নীরবি বাতাস কুজন বনে।
হেথায় সৌরভে জ্বলছে দীপ্ত শিখা,
দাউ দাউ নিশ্বাসে।
বসে আছি এক খুঁটে
তোমারই পরম আশ্বাসে।
তবুও পাখির খঞ্জনা
করে না বঞ্চনা।
বিতৃষ্ণার বেদনা মুছে...
শ্রদ্ধাগ্রে চেয়ে থাকি
নক্ষত্রপালে দেহারঙে
প্রজ্জ্বলিত গগন বুকে.....!
দীর্ঘ রাত্রির স্বপনে বসি মাথাঠুকে
অহেতুক তোমার বিলম্বে!
- - Æ - -