।। অশনি সংকেত ।।
# সৈকত জানা #
এ কোন বসন্তের আদি..?
নাহি পলাশের উঁকি ওই ঝোপে !
প্রকৃতি ভুলিছে রংবাহারি ফুলে
সাজতে ....!
এ কোন কালির তোপে....?
প্রকৃতি পরম প্রতিকুলে
ঝরছে কুঁড়ি বিটপ হতে।
থাকছে যারা পুড়ছে জ্বলে.... মরনী সুরের হোমানলে।
এ কোন নীরবী মেলায়
সেঁধেছ বিশ্বভুবনময় ?
করো এর অন্ত স্বমুলে...
এ নাহি আর সয়....!
নাহি কোনো রুপোলি ছন্দ।
নাহি কোকিল সুরে বিভিন্নতা।
এত বিপরীত কোন অসাধুর মন্ত্রে?
নাহি ভুবন মাতি জীবে চঞ্চলতা..!
- - Æ - -