।। অনুরোধে ।।

নিত্যবিরোধ তোমার আমার সাথে
           এতই কিসের পাওনা....?
          দিন রাত পড়ি করেছি শোধ
কত তোমার দেনা....?

ছিলে তুমি সহ্যহীনে
            যখন থেকেছো নিকটে।
           এতদুরে যে গেলে চলে
কার প্রতি যাই চটে...!

ভুলেও তুমি ঠিকেও তুমি
          তোমার বিনা কদিন গুনি।
        কোন অদৃষ্টের দেশে অজান্তে দিলে পাড়ি...?
মায়ার ভুবন,প্রেমের বাঁধন ছাড়ি।

শত শত অশ্রুজলে ।
          প্রনাম তোমার পদতলে ।
          বাহু জড় করি
অনুরোধের পাত্রে বসাও আমারে।

ফেলোনা মোরে
        একার তরে,
        নির্জন......
উন্মুক্ত সলিলে.....!!
            - - Æ - -

                               সৈকত জানা