।। অন্তর ঘাটে।।

যখন দেখেছিল মোর আঁক্ষিরে
        চিনেছিল এ হৃদয় নানা রুপে
তোমারে.......!
        অনন্ত সাগর পারে
ছুঁয়েছে মোর তরি -
        একাকি... এ কোন রুপী ঘাটে...?
তোমার অনিল মুখশ্রী
        ছড়ায় সারা সৈকতে ,
পুর্নিমার চাঁদে  ।
        কোথা রহিছ একলা বসে...?
আমার এ কুল যে তোমারে ডাকে,
        দীর্ঘ প্রেমের সুরে........!
বিরস কন্ঠে সহস্র অশ্রু জলে—
        ভিজেছে এ মন কত নিশিতলে।
তুমি ভাসিয়াছ কার তরিতে...?
        আমি যে বসি আছি,
এই ঘাটে তোমার বিলম্বে।
        একবার তাকাও পশ্চাতে
পাইবে খুঁজি —
        অন্তরে......সাগরে....!
              - - A - -
                                     Saikat Jana