।। আধুনিক বিশ্ব  ।।

সালটা 2017 !
            জ্ঞান বিজ্ঞানে ‘আধুনিকের’ ছোঁয়া........!
           পৃথিবীর গতি আজ
ক্লান্তিকর শ্লথের কাছেও হার মানে।
           কেউ কেউ ‘আধুনিকের’ স্পর্শে আবার —
           নিজস্ব মাতৃভাষা গেছে ভুলে..!
চারিদিকে শুধু স্বার্থপরীদের বাস...!
           কেউ কেউ আবার অর্থালোভে
নিজস্ব মানবী পালিত দেহ নিয়ে
           পাড়ি দেয় দুর দেশে,
নিজ জন্মভূমি ছাড়ি....!
          আরও ধরা পড়ে মোর মানষচক্ষে—
     ‘ আধুনিক’মানুষেরা সব যেন বর্তমান যন্ত্রী নির্ভরশীল।
          কর্ম কৃপনে পরিনত ক্রমে ক্রমে।
সব রোবোটিক চলনে অভ্যস্ত ।
          নব নবরুপীদের কাছে প্রবীনেরা
আজ লজ্জিত.........!!
                 - - Æ - -
                                  
                                  সাবলীল হস্তে
                                  সৈকত জানা