প্রিয়তমা আজ ধর্ষিত
সংবাদমাধ্যমের হলো তার খবর
চারপাশ আজ অন্ধকারে
কবির কলম এখনো নিরব
প্রিয়তমা হারিয়ে যায়
প্রতিদিনের তাজা খবরের চাপে
কোথায় গেলে বিচার পাবে
সেই খবর কেউ কি আজ রাখে?
পুলিশ ফাঁড়ি নয় নিরাপদ
জন প্রতিনিধি এক পেশে
বিচারবিভাগে ঘুরবে বিচার
প্রিয়তমা তুমি ভুল রাষ্ট্র হয়তো জন্ম নিলে
ধর্মান্ধ এই সমাজে
প্রিয়তমা তোমার দোষ খুঁজবে
পোশাকে কোন দোষ ছিলো না
সেই সত্য কথা এড়িয়ে গিয়ে
তুমি একা কেন ঘর থেকে বের হলে
সেই নিয়ে নানান সমালোচনা হবে
তোমার চোখেরজল
কিংবা তোমার বেদনা
মূল্যহীন সবার কাছে
কবির কাছে তুমি চির সবুজ
হয়ে রবে চিরচেনা প্রিয়তমা