জোছনার আলো ছিলো তখন কাব্যিক চারপাশ তোড়ি কোথা মনে পড়ে লিখতে গিয়ে হতাশ
অভাবী জীবনে ছিলো টানাপোড়ন ছিলো না কিছু বলার হাতখানি ধরে রাখবো কেমনে তুই যে আকাশের চাঁদ
আঁকাবাঁকা এই জীবনপথে তুই যে ছিলি ছায়া তোর কথা
ভুলতে গিয়ে আমি আজ ছন্নছাড়া
পাখিডাকা এই ভোরবেলায় নীরবে শুধু ভাবি হয়তো কোনকালে তুই ছিলনা আমার হে বহুরূপী