ভোর বেলার শিশিরজল হতে চাই
মুক্তপাখির কোলাহলময় ভোর দেখতে চাই
আকাশগঙ্গা রুদ্রবীণা হতে চাই
অপেক্ষারত বালিকার দৃষ্টি হতে চাই
রাস্তারধারে পথিক কে ছায়া দেয়া গাছ হতে চাই
তপ্তদুপুরবেলার রৌদ্ররশ্মি হতে চাই
বিকেলবেলা কৃষক এর লাঙলদড়িতে লেগে থাকা কাদাজল হতে চাই
সোন্ধ্যা নামার আগে বালিকার চুল এলানো দক্ষিণা বাতাস হতে চাই
রাতের বেলা নববধূ ঘরের পাশে হাছনা হেনা হতে চাই
মধ্যরাতে জেগে থাকা মায়ের ঘুম হতে চাই
চলে গিয়েও আমি এই ধরণীতে বার বার আসতে চাই হয়তো আসবো ফিরে এর মাঝে একটি হয়ে.