অনুভবে তুমি আমার আছো
চলছে চলবে অদ্ভুত সব কাণ্ড।
শীতের সকালে শিশির কণা
ভিজবো তোমার পা
আমি দেখবো সেতো আমার অনেক
পুরনো এক টুকরো স্বপ্ন আশা।
রাতের তারা যখন খেলে ওই দূর আকাশে
তখনো সেথায় তোমার মুখের হাসি
আমার অন্তরে ভেসে উঠে।
নতুন গাছের পাতা যখন
একটু একটু সবুজ হয়ে উঠে
আমার নতুন সব ভাবনা
ঠিক তোমার কাছেই গিয়ে
শেষ ঠিকানা খুঁজে।
কৃষক যখন অবলীলায়
বীজ নয় স্বপ্ন বুনে
আমিও অমন করে আমার কবিতায়
তোমায় আলপনা করি নতুন নতুন সাঁজে।