ভেবেছিলাম হারাবো আজ
গাঙচিলেদের সাথে
চড়ুইপাখি হয়ে রইলাম
স্বাধীন জন্মভূমি তে।
উড়ন্ত পাখি ঘরে বসে থাকে
নানান কথায় প্রকাশ করে
চাটুকারদের গল্প।
জ্যোতি নিয়ে যেই সমাজ ভেবেছিলাম
এগিয়ে যাবে
তমিস্রা নিয়ে মিশে গেলো সমুদ্রের
বড় লহরীর মাঝে।
অঙ্গে আমার লোহিত খেলে
ধিরে ধিরে মস্তিষ্কে চেপে বসে
ঘুমহীন রাত কাটে
চাটুকারিদের কর্ম দেখে ।
বদলে যাবে এই আশার বানী
শোনাবো আজ কাকে
ঘুমিয়ে থাকা বিবেগ তুমি
থাকো সকল
পিতার মাঝে