বন উজার করে যখন বিদ্যুৎ কেন্দ্র গড়ে তুলছে পরিবেশ হুমকি দিকে ঠেলে দিচ্ছে তখনো আমরা চুপচাপ।
ক্রসফায়ার নামে যখন নির্বিচারে রাতের অন্ধাকারে গুলি করা হয় তখনো আমরা চুপচাপ।
ভোটকেন্দ্র গিয়ে যখন দেখি আমার ভোট অন্য কেউ দিচ্ছে তখনো আমরা চুপচাপ।
মুক্তিযুদ্ধ আর মুক্তিযোদ্ধা নিয়ে যখন বেশ্যাবৃত্তির মত ব্যবসা হয় তখনো আমরা চুপচাপ।
ধর্মান্ধ উগ্রবাদী দের হাতে যখন মুক্তচিন্তার মানুষ চাপাতি দিয়ে ক্ষতবিক্ষত হয় তখনো আমরা চুপচাপ।
অসহায় বিশ্বজিৎ কিংবা তনুর লাশ বিচারহীন দাহ বা দাপন হয় তখনো আমরা চুপচাপ।
ফিটনেস বিহিন গাড়ি কিংবা লাইসেন্স বিহিন ড্রাইভারের গাড়িতে যখন মানুষ চাপা পড়ে পিষ্ট হয় তখনো আমরা চুপচাপ।
দ্রব্যমূল্য যখন কৌশলজাল ফেলে হুরহুর করে আকাশ ছুঁই ছুঁই করে ফেলছে তখনো আমরা চুপচাপ।
বৃদ্ধ কৃষক ফসলের ন্যায্যমূল্য না পেয়ে যখন অশ্রুজল ফেলছে দেখি তখনো আমরা চুপচাপ।
অনল চোখে চুপচাপ দেখিবার ক্ষমতা শুধু বাড়ছে
দেখিবার ক্ষমতা সবার যখন শেষ হবে তখনি আরেকটি বিপ্লব হবে ।