আঁধার কালো রাত্রি গুলোয় ভেসে আসে
একটি মুখ
চেনা মুখের ভেতর লুকিয়ে থাকা অচেনা সুখ।
সুখের সময় ক্ষুদ্র হয়
ব্যথা গুলি হয় দীর্ঘ,
প্রদীপ জ্বালিয়ে খুঁজেছি ওগো
লাল নীল তোমার আমার দুঃখ গুলো।
গল্প আমাদের অনেক ছোট
স্বপ্ন গুলি বড়,
গদ্যছন্দ মিলেমিশে
চলবো দিগদিগন্ত।
দিগদিগন্ত ছুটে ছুটে ফিরবো না আর এই নীড়ে
শাহজাহানের মত তাজমহল না হোক
গড়বো তাল পাতার ছোট্ট একটি ভিটে।