এই শহরের মানুষ সবাই সুস্থ থাকবে
এই ভেবে খুলেছে ভুরি ভুরি দাওয়াইখানা।
এই শহর থেকে পালিয়ে যাচ্ছে কবিরা
বেদনা ভুলবে বলে।
এই শহরে থেকে মালিরা বিদায় নিয়েছে
ফুলের অবহেলা দেখে।
তুমি ফিরছো সেই শহরে
যেই শহরে ছিলো কৃষকের
লাঙল ফলানো জমি।
ছিলো শীতের সকালে
রসের হারি নিয়ে ফেরা
হাসি মুখে গাছি।
সবি গেছে
উঠেছে অট্টালিকা।
সেখানে সাহেবেরা গড়ছে
আধুনিক নামে পারা মহল্লা।
ভুলেছি অতিত পুড়ছে ইতিহাস
আমি তুমি আজ নিরুওাপ।
চলো মেলাই আধুনিক যন্ত্রের
সাথে নানান না মেলা অশ্রুসিক্ত হিসাব।