আসলেই ভাল হয় নি।
খারাপ ছিলাম, ভালো হয়ে গেছি
এখন ওসব পাপ ঘাটাঘাটি ঠিক হয়নি।

সময়ে তো কেউ দেখেও দেখেনি
শোনেও শোনেনি।
আর যারা পেল অবাদ সুবিধা
তারা তো কেউ আর মুখ লুকায়নি!

যত হাঁসফাঁস সব দুদিনের
সবাই বেঁচে যাবে-
দুদিন পরে সবাই ভুলে যাবে
দুদকের খতিয়ানে ধুলো পড়ে যাবে
ভুল বলিনি, আসলেই ভাল হয় নি।

যখন জনসেবার সময় হলো
লুটপাটের টাকায় ভালো কিছু হলো
তখনি কেন ভালো মানুষের চোখে চুলকানি?
আমি হাতেম তাই, ভুল বলিনি!

সঠিক সময়ে কোথাই থাকে এরা?
সার্টিফিকেটর ভারে নুয়ে পড়া মাথা।
চাকরির বাজারে ঘুষের দেবতা।
অরাজকতার পিঠের উপর
প্রশ্নপত্র ফাঁস সামান্য গ্লানি!

ঠিক হয় নি-
আমার খবরে এখন তোলপাড় পাড়া।
হাজার কোটির মামলা দমে যায় নি?
এখানে কিন্তু কারো নাম নিইনি।
জাতি জানে, জনতা খবর রাখে-
ইতিহাসবিদ শুধু মুনিবের লেখে-
এসব ছাইপাস তাই আর নোট হয়নি।।