মন গুলো ভালো থাক চাইছি-
মুখ গুলোই হাসি ফুটুক চাইছি-
চিরকার ভালোবাসা ভালো থাক।
পৃথিবীর জ্বালামুখ চাপা থাক।
অগ্নেয়াদ্রির ঐ জ্বালামুখ-
বুনোফুলের শিকড়েয় চাপা থাক।
রাত সুন্দরী হোক সেঁজুতিতে-
জোনাকিরা দলবলে মেতে থাক।
কেউ কেউ একা সুখী দেখে ভাল লাগে
কেউ হাতে হাত রেখে স্বপ্নিক।
কেউ আবার যাযাবর চিরকার
তালেবর দূরন্ত বৈরিগ।
তবুও পৃথিবীর সব সুখ-
মন গুলোই জোনাকিতে মেতে থাক।
রাত হোক চিরকার নিশ্চুপ-
কালো ছায়া রাতকায়ায় চাপা থাক।