আহারে মুখ ফসকে সত্যি বলাও দোষ-
উল্টোদেশে মানহানিকর ভুল!
জনগনের মুখে কালি আয়না-আদল
এতো সে পুরনো আক্রোশ!
আহা তুই আম হয়ে থাক
জাম পিয়ে তোর মৃত্যুই হোক!
কি হবে তোর করুন মৃত্যু হলে?
আমি তো রোজ ভুলেই হাসি-
স্বজনের না চার দিন শোক!
কোন আইনে খুঁজিস বিচার বল?
যে রথে রোজ ঘুরিস ফিরিস-
সবি আমার গতর তল!
তোকে রোজ ছাড়ি ছুড়ি চুপ সইবি-
রাস্তায় রোজ পিষে মারি চুপ সইবি-
এই উল্টো দেশে আমারি রাজ
তোরা যাই করিস সব মিথ্যে হুলোস্থুল।
তুই কি স্বাধীন সত্য বলবি?
না!! এটা তোর মানহানিকর ভুল!!