একটা জামানা পার হয়ে যাচ্ছে-
তবুও একাকিত্ব গুচ্ছেনা আমার!
যে হাত খানা ধরে পথ পাড়ি দেব ভাবছি
তার অপেক্ষায় থেকে কেটে যাচ্ছে অন্ধকার!
একাকী পথের বাঁকে যে কেউই মিলছে
সবাই পথের বাঁকেই হারাচ্ছে-
সবার গন্তব্য ভিন্ন! সবার নিজস্ব পারাপার।
তাও মিলেছিল কেউ কত জামানা হলো-
যারা এসেছিল একা তাদের কেউ তো সাথি হলো-
মনের মতন মন মিলেছে সবার!
আমিও চেয়েছি কত সাথে চলতে- বাহুডোরে নয়,
চেয়েছি ভালোবাসা ডোরে বেঁধে রাখতে।
জোর করে বেঁধে রেখে নাকি ভালোবাসা হয়না-
সত্য হলো যে ছেড়ে যায়, সে ফিরে আসেনা আবার!
সত্যি ভালোবাসায় নাকি খোদার হুকুম-
যারা এসে ফিরে গেয়ে করেছে জুলুম!
তবুও প্রার্থনায় চেয়েছি তাদের সুখী সংসার।
চারপাশের সবকিছু ভালোবাসার থাক-
যত অহংকার ঘৃণা সব জ্বলে রাখ হয়ে যাক-
আসলে জীবন তোমার-আমার নয়, শুধুই আমার!
আসলে আমাদের হয়ে উঠেনি কিছুই
একাকিত্বের শোক কে এসে গুছোই?
আমার হৃদয় নিঙড়ানো ভালোবাসা সবির-
অবহেলায় টেনেছি উপসংহার!!
যাকগে ওসব হলো জামানা হলো-
এখন সত্যিই একা, পথিক যারা ছিল-
কেউ আর একা নেই হাতে হাত সবার!
কত জামানা পার হয়ে যাচ্ছে-
কেউ এসে এও বলছেনা- একা আছো পথিক?
কেউ এসে শুনাচ্ছেনা কাহিনিও তার!!
একার চেয়ে নিল না কেউ, রয়ে গেলাম সবার!!