পুকুর জলে ঢিল ছুড়িনি কত দিন হয়?
রাত জেগে আর চাঁদ দেখিনা এখন!
তারার হাটে স্বপ্ন বেচার সময় কই?
এখন তো রোজ ঘুমাই-জাগি যখন তখন!
ক্লান্তির ছায়া ঘাঁড়ে জমায় প্রশার!
প্রতি দিন দিনের শেষে কাজ বেড়ে যায়-
একটু নিজের মত সময় পাব কখন?
সে শৈশব ভালো ছিল, সবার?
পড়া হত, কাজও হত, খেলাও হত দেদার!
আড্ডা হতো বন্ধু মিলে-
কান নিয়ে যায় যাক না চিলে!
স্বপ্ন বাজির সাহস ছিল দুরন্তপনায় সোয়ার!
ঐ যে আকাশ, আকাশ ছিল-
মাটির ঘ্রাণে সুভাস ছিল-
বুনোফুলের মালায় কি আর খোপায় বাঁধে মন?
এখন ঝলসে গেছে দুচোখ-
চোখ নাড়াতেই খাচ্ছে হোঁচট-
মোবাইল গেইম আর টিকটকেতে বন্দি জীবন-যাপন!
আমার এখন সাহসও নেই-
কবিতাও আর কাগজে নেই!
ভাইরাল সব নেট দুনিয়ায় যখন-
নতুন জ্ঞানের অজ্ঞ মশাই-
এ.এই. এখন নতুন শেখায়-
যা কিছু পাই হাতের কাছে সাজায় ইচ্ছে মতন!
স্ক্রিনে রোজ স্বপ্নের মত জীবন!
কল্পনাতীত কল্পলোকে সব চুরি যায় এখন।
ইচ্ছে স্বাধীন কল্পকায়ায় অপচয় হয় জীবন।