কেউ হত্যা করেনি আমায়!
বাঁচতেও বলেনি কেউ!
ছেড়ে চলতে বলে-
জীবনকে বলেছে ঢেউ!!
ডুবতে ডুবতে বাঁচা
বাঁচতে ডুবকি লাগায়!
স্বপ্ন ভঙ্গ হলেই-
শুধু- জীবন কি বুঝা যায়!

এমন একটি ভাষা-
এমন একটি নাম-
এমন একটি হৃদয়
বা একটি প্রিয় গান-
অসময়েই ভালো
ভালো লাগায় ভুল।
কেউ বলেনি থাকবে
শুধু যাবার হুলোস্তুল!

এই যে মিথ্যে বাঁচি
কেউ বাঁচতে শেখাইনি তো!
হাসিটি কিন্তু আসল
কারো ঠোঁটে মিলাইনি তো!
কেউ স্বপ্নে নেইনি ডেকে
আমার- হাত বাড়ানোই ছিল।
এখন হাত নামিয়ে চলি
দু'চোখ- আকাশ চেয়ে নিল!

এখন শূন্যের শূন্যস্থান
স্বপ্নের গুনফল!
মিথ্যে লাগে ভাবতে?
"মন, কিছু তো ভল!"
দেখি-
নিজের ছায়ায় নিজে
বদলে গেছি কই?
আয়না দেখা বারণ
তাই ছায়ার সঙ্গি হই।

ভালবাসিনি আমায় কভু!
ভুল ছিল তা বুঝে-
আয়নাও দেখি রোজ
নতুন নিজের খোঁজে।
এখন বাঁচতে শিখি
কান্না শিখি রোজ!
করুণা হলেও ভালো
কেউ তো করুক খোঁজ!!