মন গুলো বিষাক্ত এত
বিষ ঢেলে জীবন পুরোই!
ওরা ভাবে জীবন যাপন
সুখ সব হেলায় উড়োই...
সন্দেহের এমন অসুখ
না তাদের আস্থা শেখায়-
না ভালোবাসতে জানে
না সুখে বাঁচতে শেখায়।
এমনি কি পরিবার হয়?
যদি না জুড়ে হৃদয়!
আমি জানি তারাও জানে
অহং আর অজানা ভয়-
মেনে নিতে দেয়না তাদের
চোখে চোখ রাখেনা তারা!
বেঁচে যায় নাটকের মত
তবুও বাঁচতে শেখেনা ওরা।
পরিবার জুড়ে আছে দায়ে
হৃদয় গুলো ভেঙ্গে আটখানা।
তারা রোজ চলে বলে সাথে
আপন আর হয়ে উঠে না!!
এর দায় তার দায়ে সারা!
ক্ষমা ভুলে হিংসে-ঘৃণায়-
জীবন টা যজ্ঞ তাদের-
কিভাবে বাঁচছে ওরা?
আর, তাদের কি হাল কে জানে?
যারা এ সংসার চালায়!
তাদের কে শোনে না কেউ ই
যারা আসে এসে শোনায়!
তারা নীড় ফিরে ভালোবাসা খোঁজে
চোখ দেখায় অন্য কিছু!
ব্যথা যেন পাহাড় সমান-
পরিবারে সবাই শিশু?
কানে ঢালে কথার বিষ
যে যার যার মত বলে।
কে বুঝে এত খানি আসা
কত খানি পাহাড় ঠেলে!
যে সুতো সংসার জুড়ে
তাতে যদি গলা কাটা যায়!
এমন ভালোবাসার বাঁধন
কে তার পরিবারে চাই?
কেউ বুঝে না!
ওরা কেউ মেনে নেয় না।
ওদের সব কথার অসুখ
ভারতিয় ডেলিসোপ প্রায়!
কাজ সব ঝগড়ার ধাঁধাঁ
মনে হয় পাহাড় ভাঙ্গে!
মিলে মিশে গড়বে জীবন?
পা ওদের দেয়া দু'গাঙে!
সংসার ডিঙিটা কোথায়?
ওদের যে দুঃস্বপ্ন জীবন
কাল্পনায় সমুদ্র চায়!!
তাদের কি বুঝে আসেনা
কত ত্যাগে গড়া পরিবার?
ত্যাগি সেজে লক্ষ্মী সাজা
সতী টানে উপসংহার!
এক হাতে তালি বাজেনা!
ভুল সব তার যার যার! যদি-
ভালোবেসে মেনে নেয়া যায়
সেটাই যে সুখী সংসার!