অসাম্প্রদায়িকতার উজ্জ্বল দৃষ্টান্ত পরিবার।
রাখাল সেখানে পরিবারের অংশ ছিল!
একটু একটু করে যে স্বপ্ন প্রাচীর গড়ে উঠল-
যেন প্রাচীরে ফাঁদ, যার একটা ইটও হাই তার না!

আজন্ম যে বটের ছায়ায় সে আকাশ বিসর্জন দিল-
ছায়ার করুণা ঋণ যেন রোজ বাড়ে বই কমে না!
স্বাধিনতা সব বটের, অর্জন বিসর্জন সব বটের-
সবাই জানে, মানে, বিশ্বাস করে, বটের ছায়া বট হয় না।

তার অহমে জ্বলেপুড়ে সব অঙ্গার, তার স্বধিনতা শুধু!
আর যে পুঁজিছে দু এক টাকায় তার সর্বস্ব দিয়ে
তার দানে রোজ দেনা বেড়েছে দিয়ে বাদ-সাধ!
তার সুখ চাওয়া যেন আহলাদ! রাখালের জমিও
বটের এখন, তার জমিদার হওয়া মানায় না!
একটু একটু করে যে স্বপ্ন প্রাচীর গড়ে উঠেছে
যেন প্রাচীরে ফাঁদ, যার একটা ইটও হাই রাখালের না।