আমি অত বিস্ময়কর নই-
আমার পৃথিবীতে নীরব পদার্পণ।
আকাশের চাঁদ ছোঁয়া লোভ নেই-
তাই আমার স্বপ্ন বিসর্জন।
যে আকাশের সীমানা-ই নেই-
কেন সে অসীমায় চোখ রাখা?
সমুদ্দুর আমার ভালো লাগে-
তাকে যায় উষ্ণ ছুঁয়ে দেখা।
তাকে আরো ভীষন ভালো লাগে-
শোনে তার ঢেউএর গর্জন।
যদি চাই বিলীন হবো ডুবে-
করতে পারি দেহ বিসর্জন।
কিন্তু যখন হেঁটেছি তার তীরে-
চরণ ছুঁয়ে ডেকে নিল কাছে!
চুপিচুপি বললো সে আমায়-
সেও নাকি আকাশ ভালবাসে!
কেন তার আকাশ এতো প্রিয়?
সে বলে- 'ভালোবাসি বলে!'
আমি বলি- 'কেন ভালোবাস?'
সে আমায় এড়িয়ে গেলো ছলে!
আমি তাকে অবাক হয়ে দেখি-
দেখি তার বুকের জলোচ্ছাস।
উড়োমেঘ আকাশ ভাসা জল-
জানি তার বুকের দীর্ঘশ্বাস।
বলি হে- 'এ কেমন ভালোবাসা?
এ মিলন শুধুই কল্পলোকের।'
সে বলে- 'দেখবে আকাশ কোথায়?
তার বিশালতা বন্দি আমার বুকে!'
আমি ফের অবাক হয়ে দেখি!
তার বুকের প্রতি ফুটাই নীল!
এ বুকে ঐ আকাশ ছায়া নয়-
বুঝি সে কতোটা স্বপ্নীল!
আমি আজ স্বপ্ন ভালোবাসি-
ভালোবাসি আকাশ-সমুদ্দুর।
স্বপ্নে রোজ চাঁদকে ছুঁয়ে দিয়ে-
রাতের শেষে ডাকি আলোর ভোর।
এখন বুঝি বাঁচতে শেখায় সুখ-
স্মৃতি-স্বপ্নো জীবন আকর্ষন।
পেলাম আজ নতুন জীবন দান
শুরু হোক বিষ্ময় অর্জন।