তোর শিকল কোথাই? কোন পায়ে বাঁধ?
আয় ছিঁড়ে সব ডাকছে প্রভাত-
সন্ধ্যা প্রদিপ না জ্বলুক আজ
তুই আঁধারে কামড় বসা।
হায়েনারা গোগ্রাসে খায়-
নিত্য তারা বেহেস্ত সাজায়-
তুই আজ, জাহান্নামের শপথ শেখা।

যে পাথরের আঘাত ভুলে
হায়েনারা হিংস্র এতো।
পরোয়ানা আসবে আবার
ভয়ংকরের হিসেব মত।
সবাই যে যার কর্মের ফল
ঠিক ঠিক পাবে, হচ্ছে লেখা।
নিত্য তারা বেহেস্ত সাজায়?
তুই জাহান্নামের শপথ শেখা।

কাঁচের চুঁড়িরই পথ কাটা কর-
আঁচলে বাঁধ মরণ ফাঁসি-
ঠোঁটের কোণে বিষ জমা শিখ
হাঁসিতে সুর বিষের বাঁশি-
বাজাতে শিখ কোমলতমি-
যা হবে হোক ভাগ্যে লেখা।
নিত্য তারা বেহেস্ত সাজায়-
তুই জাহান্নামের শপথ শেখা।

আর কত রোজ পণ্য হবি?
ঘৃণায় দেখে ঘৃণ্য সমাজ!
অন্ধ হাকিম অন্ধ হুকুম!
চাইছে বেহেস্ত, হুর-সহবাস!
ওরাও চাই সচ্ছ বিচার
নষ্টা মেয়ের ভাগ্য লেখার!
নিত্য তারা বেহেস্ত সাজায়-
তুই জাহান্নামের শপথ শেখা।

চিনিস ওদের? মায়ের-ই ছেলে!
ওরাও লেখক, বড্ড গুণী!
লেখার ভাজে সরস কাম-
মা থেকে শুরু আতশিমামী!
কাউকে তারা বাদ দেয়না
কচিকাঁচাও বদনামে চায়।
এ লেখাও শ্রী হারালো
এদের এলেমে কালাম হওয়ায়।
সবগুলো রোজ এই করে ফেরে
সাবধান হ সবই ধোকা!
নিত্য তারা বেহেস্ত সাজায়-
তুই জাহান্নামের শপথ শেখা।

চাইতে হলে মৃত্যুই চা- এমন মৃত্যু
শয়তানও যেন ভয় পেয়ে যায়।
এমন কিছু ভাবতেও ভয়ে
দুঃস্বপ্নেও যেন না চায়।
ওরা যত পার পেয়ে যায়-
ঘৃণা আর লজ্জা বাড়ে-
প্রতিবাদ হোক, প্রতিকার চাই,
এসব আর না হোক দেখা।
হায়েনা গুলো বেহেস্ত সাজায়-
তুই জাহান্নামের শপথ শেখা।

ফেনী-১২.২০.২০২০