আমি ভুলে গেছি বাঁচতে শেখা-
তুমি আমায় বাঁচতে শেখাও প্রভু।
ভুলে গেছি হাসতে শেখা-
সুখের কোন কাব্য লিখা ভুলে গেছি
ভুলে গেছি স্বপ্ন দেখা প্রভু।
আমায় তুমি ক্ষমা করো-
সত্তা সাধনায় মত্ত করো-
দেহের সুখের প্রাপ্যতা দাও প্রভু।
প্রভু আমায় সুস্থ রেখো-
ভিতর বাহির দেখে রেখো-
সৌরভ স্ব-গৌরবে রেখো প্রভু।।
প্রভু আমার তিক্ত স্মৃতি-
রিক্ত ক্ষণের যত মিনতি-
যত-শত ভুল-ত্রুটিসব ক্ষমা কর প্রভু।
ক্ষমা কর অতৃপ্ত চাওয়া-
পাওয়ার সুখ ভুলে যাওয়া-
যা দিবে সব আমার জন্য যথেষ্ট কর প্রভু।
আমায় তুমিই সাজিয়ে দাও-
জীবন জয়ে রাঙিয়ে দাও-
যুদ্ধজয়ী গাজী হবো প্রভু।
আমি পুরোপুরিই তোমার-
তোমার নাম জিকির আমার-
তুমিই আমার খেয়াল রেখ প্রভু।
সৌরভ স্ব-গৌরবে রেখো প্রভু।।