মেয়ে আমি তোকে ভালবাসি তাই চুড়ি কিনিনি।
আমি চাই তোর হাতের মুঠোই প্রলয়শিখা নাচুক।
মেয়ে আমি তোকে ভালবাসি,
তাই পায়ে তোর আলতা মাখিনি।
পদধ্বনি তোর শত্রু বুকে কাঁপান হয়ে বাজুক।
হৃদয়ে যে তুই অতুলনীয় বিশ্ব ব্যাঙ্গে সরব থাকে!
সুন্দর তুই কোমল বলে হাতের মুঠোই করে রাখে।
যারা আজো তোর স্বরূপ দেখেনি বিরূপ বদনে-
আজ- সে তুই চল- দেখাবি তাদের বিষাক্ত-সুন্দর!
মেয়ে আমি তোকে ভালবাসি তাই আগলে রাখিনি।
তোকে ভীষন ভালাবাসি তাই লড়তে রুখিনি।
চেয়ে দেখে তোকে বিশ্ব আজো আজিব শ্লেষে...
তোর রাঙা হাতে সেজে উঠুক আজ কোমল-ভয়ংকর!