এখানে এলেই জীবন মুক্ত হয়ে উঠে।
মন পাখা মেলে উড়ে শূন্য নীলাঁচলে।
এখানেই মাটির সাথে হৃদয় কথা বলে-
স্বপ্ন গুলো সবুজ বনে পাগল হয়ে ছুঠে।
সে কবে যে মাটি ছুঁল সমুদ্দুরের নীলে, কেউ-
টের পেলনা নীলগিরি রং মাখাল তার গা'য়ে।
সবুজ বনের বাঁকে স্বপ্ন বুনোফুলে সেজে-
প্রজাপতির পাখাতে রং স্বপ্নলোকে ছেঁয়ে-
আকাশ যখন কাশবন ছুঁয় মেঘের সাদা দলে
এই এখানেই মাটি তখন উথাল ঢেউএ উঁচু।
পাহাড় গুলো কান পেতে রয় কি বলে যায় নীলে?
চুপিসারে সবুজ-দোলা নিয়েছে তার পিছু।