অম্লমধুর সব বিনিময়-
মনে হয় এই ভাল যা যেমন আছি।
কাছে সব সবার হৃদয় কাঁচের ঘর-
আয়না মনের চাইনা দেখি।
মনে সব জমা কথা স্মৃতির ভাজে
ঘুমোই পরে জেগে উঠে, জাগব কেন?
বল আমি জাগব কেন?
ঘুমের স্বপ্ন চোখে ঘুমোই-
আমি শূন্য চোখে তাকিয়ে থাকি।
তাকিয়ে শুধু আকাশ দেখি-
নীল অসীমের সীমারেখায় হৃদয় মেপে-
জীবন থেকে জীবন খুঁজের স্বপ্ন দেখি।
জানি যে স্বপ্ন গুলো মনের কোণে-
উকি দিয়ে ডাকে যাকে সে আমি নই।
জানি তো সে আমি নই, আমি যে-
মনের কোণের বাইরে থাকি।।
জানি সব বদলে যাবে বদলে যাব-
কেউ তো পাব পথের সাথী।
পথের পথিক মিলবে পথে পথের-
বাঁকেই হারাবে ফের হৃদয় রাখি।