আজিব পৃথিবী! রক্ত স্রোতে হৃদয় কাঁপে,
হাত কাঁপেনা কিছু লোকের তারাও মানুষ!
ভালবেসে ঘর ছাড়া লোক, ছন্নছাড়া কেউ-
বা আবার পথেয় হারায় পথের লোক।
কি যেন কি হয়েছে কাঁপছে ধরা! ধরিত্রি ক্ষুব!
কে বলেছে সবুজ চির সবুজ র'বে? সুনামি-
তো দেখিয়েছিল এ পৃথিবীর বদলানো রূপ।
আকাশ আজো তারায় সাজে, মাটির কাছে-
আজো কভু আসেনি তাই আসবেনা কি?
মেঘ গুলো সব উড়ো চিঠি হিমালয়ের বন্ধু-
হল, এমন করে নীল আকাশও ছুঁবে মাটি।।
সেদিন হয়তো নিয়ম করে সব অনিয়ম জড়ো
হবে, আকাশ-মাটি-পানি-বাতাস খেলবে আগুন
প্রলয় খেলা নাচন তুলে নাচবে বুকে প্রলয়-
নাচন। হয়তো, সেদিন সবার ফিরবে হুঁশ।
আজিব পৃথিবী! রক্ত স্রোতে হৃদয় কাঁপে,
হাত কাঁপেনা কিছু লোকের তারাও মানুষ!