কেন যেন মনের গভীর শান্ত-নিবিড়।
তবুও ঝাপশা চোখে সন্ধ্যা-প্রাতে খুব কোয়াশা।
আঁধার পথের চলক রেখায় বাঁধার প্রাচীর-
তবুও এই আঁধারই পথ দেখাল, হোক ধোঁয়াশা।
আচানক হকচকিয়ে তড়িৎ ভাঙ্গা স্বপ্ন দেখি-
ফেরিঅলার বেশভূষে মন করে চলে স্বপ্নফেরি
স্মৃতি সব আগলে ধরি বুক-পাঁজরে দুহাত দিয়ে
আকাশের অসীম ডাকে হৃদয়টাকে মুক্ত করি।
সে কি আর তেমন সাজে? হৃদয় ভাজে-
অতীত হয়ে রইল এঁটে- স্মৃতি সব পরিপাটি।
যা কিছু নতুন হবে হোকনা মনে মেনে নেয়া-
স্বপ্ন-ই হোক নতুন জীবন নতুন শুরুর জিয়ন-কাঠি।