এ সভ্যতায় আর কি হবে?
ধীরে ধীরে বনের বাঘ বিলুপ্ত হলেও মানুষের-
মনের হিংস্রতা ঐ পশু গুলোকেও ছাড়িয়ে-
যাচ্ছে দিন দিন। তবুও পশু গুলো তো দিন-
শেষে নিরিহ আর মানুষ গুলো নির্লিপ্ত নৃশংস।
মন গুলো টিভি পর্দার মত হঠাৎ কাঁদে আর-
হঠাৎ হাসে, সেখানে উপলক্ষ্য যা-ই হোক-
"যুদ্ধে আর ভালবাসায় সবি সম্ভত" বাণীতে-
বাসা বাঁধা মনে জয়-পরাজয়ের দ্বিধা-দন্দ।
ঠিক এখানেই ধর্ম এনেছিল শান্তি-উদারতা।
সেখানে এখন ধর্ম নিয়েও চলে নানা ব্যবসা!
এরা কেউ আত্মা হননে ব্যস্ত কেউ আ-বা-র
অন্যের প্রাণ নাশে, এখান ধর্মে বিনাশী ভাষা?
না না,
এখনো কুড়াল কাঠের বদলে হাঁড় খুঁজেনা।
কলমও খুঁজেনা কালির বদলে লাল রক্ত।।
ধর্ম বলেনি জান্নাতে যেতে নিরিহ মারতে-
মরতে বলেনি তার সাথে এ তো অন্ধত্ব।।
এতো অশান্তি-অশান্ত মনের মহামারি রূপ।
এর একাংশ ধর্মান্ধ আর একাংশ ধর্ম বিমূখ।
তারাও জানেনা কি করে তারা অস্পষ্ট-
এরাই আসলে পথ হারা লোক পথভ্রষ্ট।।