যদি একটি ক্ষণের জন্য স্মৃতি বিস্মৃতি হত?
তবে হয়তো পুরানো সব ভুলে নতুন শুরু হত।
অনেক কিছুই থাকে জীবনে ভুলে যাবার-
অনেক কিছুই থাকে জীবনে চির মনে রাখার মত।

হৃদয় গভীরে জমে থাকা ক্ষত গুলো ভেসে উঠে-
জীবন মাঝে স্মৃতি সুখে পিছন কভু পাগল ছুঠে।
যদি সব পিছুটান ভুলে গিয়ে চলা যেত মনের মত।
হয়তো তবে পুরান ভুলে নতুন আবার শুরু হত।।

স্মৃতি গুলো হোক যেমনি জ্বালায় ভারি ক্লান্তি রেখে।
সুখের হোক বা দুঃখের তা সময় সবি জীবন থেকে-
গত হওয়া, ক্ষণ গুলো সব স্মৃতি খেলায় স্বপ্ন শত!!
যদি একটি ক্ষণের জন্য স্মৃতি সব- বিস্মৃতি হত?
হয়তো তবে পুরান ভুলে নতুন আবার শুরু হত।।