ঝিঁঝিঁ পোকার সাথে আর রাত পুহাব কত?
মধ্যরাতে করব কত ঘুমের সর্বনাশ?
অস্তপারে কার পারাপার? নিত্য নতুন মুখ-
কার পায়ের ছাপেই মৃত্যু হল সতেজ দূর্বাঘাস?

অন্ধকারের স্বপ্ন পারে ইচ্ছে পারাপার হয়েছে-
হৃদয় কুড়ে জোনাক এসে মিটিমিটি দ্বীপ জ্বেলেছে।
আলোর গগন রাত ডেকেছে ধরার বুকে-
সাজিয়ে আলো তারায় তারায় অন্ধকারের সাজ।।

আকাশ যখন সাজায় আলো রাত-দুপুরে-
শিউলিফুল আর গন্ধরাজে সুভাস ছড়ায়-
শিশির ছুঁয়ে সবুজঘাস সতেজ কোমল-
প্রজাপতি ফুল চুমিয়ে আবির ছড়ায়- জড়ায় বুকে-
সন্ধ্যালোকে ঘর ফিরেছে আবার কোন ক্লান্ত চাষী।
রোজ-ই তো হয় নিত্য হওয়া সকল কাজ।

স্বপ্ন গুলো ডুব-সাঁতরে হৃদয় মাঝে হর্'হামেশা-
তবুও সব থমকে দাঁড়ায় ভাবনা পুরে-
চিন্তা-চেতনায় জুড়ে সব ফুঁসে উঠে জলোচ্ছাসে-
দুঃস্বপ্নের উথাল পাতাল স্বপ্নসহবাস।।
ঝিঁঝিঁ পোকার সাথে আর রাত পুহাব কত?
মধ্যরাতে করব কত ঘুমের সর্বনাশ?