হৃদয়ে ডেকে বলেছিলাম-
কাঁচের পুতুল তুই।
তোর চোখে চোখ রাখতে-
দেখি নিজের প্রতিচ্ছবি।
আমি স্বপ্নে আঁকি যে ছবি খান্
আদর মাখা মুখ। ভালবেসে-
স্বপ্ন শেষে- তোকে নিয়ে ভাবি।
কে সে তুই হৃদয়ে জাগিস?
সব করে নিস তোর?
আলতু ছোঁয়ায় স্বপ্ন ডাকিস
হারাস হতে ভোর।
আমি তোর স্বপ্ন আঁকি হৃদয় মেখে-
কলম তুলির কবি।
তোর চোখে চোখ রাখতে-
দেখি নিজের প্রতিচ্ছবি।