অনেকে অনেক কথায় বলে,
এতো সব ভাবলে কি আর চলে?
চল মন ভবের ভাবনা পুরে-
শোন মন মনের কথায় বলে।

যে মনের স্বপ্ন গুলো নিজের-
সে কি আর অন্য মনে বুনে?
বুনে তো, সে যদি পায় সবুজ-
নিতে চায় হৃদয়টা কে চিনে।

মন যদি পাখির মতই বল-
তবে সে চাইনা আকাশ-মাটি।
নীলে সে রোজ-ই মেলে ডানা-
চোখে তার সবুজ পরিপাটি-

সে না চায় আকাশ নিজের করে-
নীড় তার মাটির কাছাকাছি।
মাটিতেও খুব কমই হয় আসা-
সে বলে- 'সবুজ ভালবাসি'।।

তুমি বল মন কে ভালই চিন-
তবে লোভ শূন্য ছোঁয়ার কেন?
যতনে স্বপ্ন নীলে সাজায়-
বাসা তো মাটির কাছেই বুনো।

চাইবে যদি বাঁচতে মনের মত-
রাখ জীবন আর স্বপ্ন পাশাপাশি।
মনের নীড় সবুজ ঢালে বুনে-
স্বপ্ন সাজাও মাটির কাছাকাছি।