কেউ হয়তো আকাশ ছোয়ার স্বপ্ন দেখে-
কিন্তু টাকায় কেনা এক DSLR ক্যামেরা
ছোঁয়াও আমার কাছে আকাশ কুসুম ভাবনা।
তাই আমার কোন সুন্দরী গার্লফ্রেন্ড নেই!!
রাস্তার ধারে ফুটপাত ধরে জমে ওঠা আড্ডায়-
কখনো কখনো নিজেকে খুঁজি বন্ধুদের মাঝে।
সেখানেও আমি নেই! কারণ পকেটে কিছু নেই।
শূণ্যতার সীমানা কেউ আকাশে খুঁজে একাকীত্বে-
মম চিত্তে আকাশ ছোঁয়ার চিত্তরস নেই।
কারণ আমার মানিব্যাগ-টাই এক মহাশূণ্য!
বহুদূরের স্বপ্নফেরি করা মন গুলোয় সবুজ ছোঁয়ার-
বিলাসীতায় জীবন ফেরি করে ফিরে দেশ-দেশান্তর।
আমার তো সে আশাও শূন্য, শখের বাউন্ডোলে নই
বলে-আমি যে সর্বহারা মরু পারের ক্ষুধার্ত বেদুঈন।
এখানে, এটাই পৃথিবী যেখানে সব কিছুই অনর্থের-
বিলাসীতা হতে ভালবাসা-স্বপ্নের মূল্যও অর্থে জুড়া।
সুন্দরী হতে সুন্দর-জীবন সব জুড়ে যার প্রয়োজন!
এখানে এই পৃথিবীর সব কিছুই হয় টাকায় আয়োজন!