বহুদূরের পথে পথিক যে ছায়ায় খুঁজেছে শান্তি-
মরুভুমির বুকে ক্যাকটাসের ছায়ায় সাজিয়েছি-
মেঘের সারি, ক্যাকটাসের ফুলে সুভাষী ছায়া।।
আমি কবি...
অক্লান্ত ইচ্ছেরা যে স্বপ্নসিড়ি বেয়ে চেয়েছে-
নীলের উপারে কাল্পনিক অজানা রূপকথার-
কোন অচীন রাজ্যের সন্ধান, দিয়েছি আমি কবি।
যে বুকে জেগেছে ভালবাসার প্রাণ স্বপ্নের আত্মারা-
সবুজের বুকে চেয়েছে রংধনুর সাত রঙে রাঙানো-
প্রজাপতির পাখায় আলতু ভালবাসার স্বপ্নছোঁয়া,
আমি সে স্বপ্ন আঁচলে এঁকেছি ভালবাসার নকশি!
আমি কবি, আমি সেই কবি.....