টগর, ফুলটা আমার খুবই অপরিচিত,
তবে নামটা বড়ই হৃদয় ছুয়েছে আমার,আর-
আমি এমন একজন, যা মনে ভালবাসা সঞ্চিত
যাকে ভাললাগে করে দিই তার পায়ে উজাড়।
তাই আজও আমি ভালবেসেই বাঁচি,
অপরিচিত সে থাকে অপরিচিতই, না বলায় সার
আমার কাহিনি সব বিচ্ছেদে সাজে
তাই এ নির্মম শেষ-পরিনতি তার।
তবে এবার-
এ ফুলের সুভাস এ আমায় খুঁজে নিয়েছে,
ভালবাসা আমার থেকে চেয়ে নিয়েছে ,
আমার কাব্য চরন পাল্টালো এবার!
তাকে আমি আর দিইনি যেতে।
তার সাথী হয়নিও ভালবাসা চেয়ে নিতে,
সুভাসের প্রতিদান-ই দিতে চাই তার।
তার এতোটুকু ভালবাসার মুল্য কেন দিবনা আমি?
যারা অবহেলায় ঠেলেছে আমায়,
আমি ভালবাসায় যদি তাদের কদম চুমি,
তবে আরো বেশি এ-ফুল টির অধিকার।
আমি আজ প্রতিদান দিতে রাজি তাই,
বিবেক বাধ্য করেছে আমায় ,
ধুয়ে মুছে ফেলতে মনের অহংকার,
এ ফুল টির সুভাস, পবিত্র করেছে এ মন আমার।
কবিতার ডায়েরী facebook page posted [১৯/০৮/১২]