সীমান্ত ঠেকেছে ভুলের পাহাড়ে ভুলের সীমানা হারা।
জীবনের টানে ভুল স্মৃতি বানে স্বপ্নের পথিকেরা-
আজো আছে সেই নির্লজ্জ একি নীল আসমান।
বদলেছে শুধু জন্মের রীতি আর বেড়ে চলে শশ্মান।
আজ বুকে সব হায়নার মন হানাদার সভ্যতা।
উপভোগে সব ঝরছে আবেগ গদ্যের কাব্যতা!
আজ অপরাধ ভুল সীকারে আপরাধী পায় ক্ষমা।
তোমার ক্ষমতা তোমারি জন্য আজ বড় লাঞ্ছনা!!
কি পেয়েছিলে সব সপে দিয়ে -কিছু সুখ উপভোগে?
নিয়মের বেড়া ভেঙ্গেছিলে হাতে আইন খুঁজো কোন মুখে?
এখানে সমানে অ-সমতল, একি সভ্যতার অপবাদ?
তুমি প্রশ্রয়ে আগুনে খেলিছ এই চির অপরাধ।।
[১২/০১/১৫ সোমবার]