আজ বহুদূর পথ হেঁটে এসে হল জীবনের হাতেকড়ি।
আজ বহুদূরে সব অতীত জুড়েছে স্বপ্নের মিছে ফেরী।
জীবন গিয়েছে সময়ের সাথে কুড়ি তিরিশের পার-
আজ এসে শেষে দেখি চোখ মেলে কী জীবনের হার?
এই শেষবার সময় দিয়েছে হয়তো নব জীবন!
হয়তো এখনি শেষের ডাকে লেগেছে নবগ্রহন!
আর ফিরে ফেরী? এই বুঝি বারি?
না জানি শেষ কোথায়!
এর শেষ হলে কে ধরবে মেলে পাল ঐ নৌকায়?
না আসুক কেউ সাথী হতে পথে এই তো এডুকেশন!
টাকায় গুছাবে জীবন ক্যারিয়ার অর্থই প্রয়োজন!
তখনি আসবে জীবনে বসন্ত, ফুটবে সুখের ফুল।
এখন বুঝেছি এই ভালবাসা ছিল মিছে আর ভুল!!
বুঝেছি-বুঝেছে জীবন পেয়েছে প্রপার-এডুকেশন।
পাগল আমি-না বুঝাতে পারিনা তাই এই ইমুশন।
খেলাঘর পাতা জীবন মঞ্চে নাটক মঞ্চায়ন।
ভালবাসা লোভ আর উপভোগ দু-ই ছেঁয়ে আছে মন।
জীবন ঝুঁকিতে ভালবাসা চির মিথ্যে 'উপযোগ'।
জীবনের মানে বদলেছে তাই মৌলিক 'উপভোগ'!
মনের খুসিতে আজিব যেখানে অমূল্য ইমুশন!!
সেখানে শিখেছে -জীবন -পেয়েছে প্রপার-এডুকেশন!
[দুঃখিত কিছু ইংরেজি শব্দ ব্যবহার করেছি বলে। সময় বাধ্য করেছে। ঘটনা টা নাহয় পরে শেয়ার করা যাবে।]