আমি ভালবেসে যত-না অন্ধ হয়েছি এক নারী মন পুঁজারী।
তারো চেয়ে বেশি আঁধার ডেকেছি মনের আঙিনা জুড়ি।
স্বপ্নে তাকে নিজের করে অনেক করেছি খেলা।
বারবার সে আসলে-নকলে আমায় করত হেলা।
আমার হয়নি, কখনো চায়নি- বুঝতে মনের ভাষা।
কালক্ষনে কবে দুঃখ এলে তবে বলে- ''কি জেন ভালবাসা?
আজ দিবে তুমি প্রাণ বলীদান অমর ভালবাসায়।
সত্যি কখনো ভালবেসেছিলে? তবে দাঁড়াও পরীক্ষায়।''
মনের কারণে প্রাণ বাজি রেখে যুদ্ধ তো জিতা যায়।।
না মরে পরে বেঁচে গেলে ওরে মনে ভালবাসা নাই।
অবশেষে বুঝি মেয়েরা চাইনা ভালবাসা অনুরাগে।
মা না হলে মেয়ে বুঝেনা কখনো ভালবাসা কোথা জাগে।।
যৌবনে নারী নরক প্রেয়সী, বাঁকা চোখা শয়তান-
মনের যাতনা লবিতে কামনা কামের পিয়াসী প্রাণ।
এর সাথী যারা নরপশু তারা তার সব লুটেপুটে-
পাঁচে পাঁচে দশ অংক মিলায় অপরাধ নয় মোটে!
এখন তো ভাই লিভ-টু-গেদার ধর্মের পিঠে রাম।
রাবনের-স্বতী লংকার-জ্যোতি মানবতার উত্থান!
(১১/১০/১৪ ফেসবুক পোষ্ট)