যেখানে সূর্য্য তাতিয়া উঠে সোনালী ভোরের বাঁকে।
সেখানে যতনে সাজিয়ে ছিলাম মনের স্বপ্নটাকে।
আলো পাহারায় হৃদয়ে জড়ায়ে উষ্ণ কোমলতায়-
চাঁদের আলোতে রাতের কালোতে মনের মতন সাজায়।
আলেয়ায় নয়- তারকায় নয়- নয় চাঁদে হাত রেখে।
সবুজ চাদরে- অনেক আদরে- ভালবাসা দিয়ে মেখে-
রেখেছি যতনে মনের গভিরে অনেক ভালবাসায়।
পূরন না হোক- জুড়ে থাক বুক- জীবনের জলসায়।
#স্বপ্ন_বুনন০১ (১২/১০/১৪)
যেখানে আকাশ পাহাড়ের বুকে মেঘে খেলে জড়াজড়ি।
সেখানে স্বপ্ন সাজিয়ে ছিলাম নীল-সবুজের পরী!
দূসর মেঘে- কালো চুলে ঢেকে- খেলে লোকচুরি জোছনায়।
এলো-দোল খেত সবুজ আঁচল রূপালী আলোর ছায়ায়।
সেখানে জড়াত রাতের মায়ায় কতনা নকশি-কথা।
স্বপ্নের ছবি একেঁছি কবি ঝোপঝাড়-লতা-পাতায়।
ফুল-কলি নয়- রংধনু নয়- নয় কোন তারকায়।
পূরন না হোক- জুড়ে থাক বুক- জীবনের জলসায়।
#স্বপ্ন_বুনন০২ (১৩/১০/১৪)
আকাশ টাকে আঁগলে বুকে, স্বপ্ন সাজায় চাইছি সুখে,
সবুজ পাহাড় হেলান দিয়ে, চুড়ায় উঠে স্বপ্নলোকে-
পা বাড়াতেই স্বপ্ন মাটি, আবার সবুজ মাঝে হাঁটি-
বনের দ্বারে বুনো ফুলে- স্বপ্ন আমার সাজিয়ে ছলে-
আমায় সে ডেকে বলে- শোন মাটির মন-ই খাঁটি।
তাই যে ঐ দূরের আকাশ সবুজ ছুঁয় হাত বাড়িয়ে,
দেখ তুমি চায়তেই পার- দেখ-ই-না হাত বাড়িয়ে-
আকাশ সত্যি ছুঁবেই মন- সাজলে সবুজ পরিপাটি।
#স্বপ্ন_বুনন০৩ (১৩/১০/১৪)
অনেক দিন পর ফিরলাম। আসা করি ভুলেই গেছেন সবাই। :-P