আমি চাচ্ছি তোমায় কাঁচের থলে
রঙের হাটে বেচব বলে…
আলোর পাখায় পালক সাজায়
ময়ূর হয়ে নাচবে ছলে…
চাচ্ছি আমি ব্যাঙের ঠ্যাঁংএ-
দুধের মাখন যাব ডিঙে!
আয়নাতে ভুত বন্দি করে
আঁধার বাঁধা যাব ডিঙে…
হাসব আমি ইচ্ছে হলে…
চাচ্ছি আমি- যেথায় থামি-
স্বপ্ন মনের মতন হলে-
ধন্য এমন জীবন মিলে…