কিছু বেঁচে থাকা মৃত্যুর অপেক্ষায়!
যদি ঐ শিশুটির মুখে অন্ন উঠে,
তার বদলে প্রভূ যা নিবে নাও।
এ দৃশ্য দেখার চেয়ে মৃত্যু দাও!

আজ পথে ঝিরি ঝিরি বৃষ্টিতে গা বাঁচিয়ে পথ চলি।
তার ধারে হাত-পা বিহীন ভিক্ষুখের আহাজারী!
প্রভূ তারে তুমি পেট ভরে অন্ন দাও।
এ দৃশ্য দেখার চেয়ে মৃত্যু দাও!

এক পথশিশুর হাতে পঁচা ডিম,
ধনীর দোলালের হাতে দামি আইসক্রিম।
কেউ শখে, ঐ পথশিশু পেট ভরাতেই গিলে!
প্রভূ মানুষ রূপে গড়েছ বলে অনুভব হয়।
প্রভূ তাকেও পেট ভরার অন্ন দাও।
এ দৃশ্য দেখার চেয়ে মৃত্যু দাও!

ছুট চেলে মেয়ে লালন পালন মজুর জননী।
যাদের শ্রমে দালান কোঠা উঠে,
তাদের স্থান  বস্তি-কলোনী…
অনিয়ম তো নই প্রভু, এ বৈসম্যের বেড়াজাল
ছিড়ে তুমি সাম্যের বারতা দাও!
এ বৈসম্য হতে মুক্তি দাও!

কিছু বেঁচে থাকা মৃত্যুর অপেক্ষায়!
এ দারিদ্র প্রভূ তোমারী অভিশাপ!
আজ ক্ষমা চাই, তুমি এদের মুখে অন্ন দাও!
এ দৃশ্য দেখার চেয়ে মৃত্যু দাও!

____________
04/08/14