ইচ্ছে মনের কাঁদবনা আর
হাসব শুধুই হাসব!
সত্যি এখন মনের মতন
কেবল ভাল-বাসব!
ইচ্ছে হলেই চলব একা-
অাপন-পর পথের দেখা-
হাত বাড়ালেই পথের সাথি
সে পথ সাথে চলব!
মনের কথা আপন মনে-
স্বপ্নে সাজায় স্বযতনে-
ভাল-বাসার খামে প্রেমের চিঠি
যতন করে রাখব!
কেউ যদি চাই বাসবে ভাল,
স্বপ্ন সাজায় ইচ্ছে হলো,
ইচ্ছে পূরণ হবেই তার
ভালবাসায় বাঁচব!
কেউ যদি চাই ছেড়ে যেতে-
আপন কেউ নতুন পেতে-
ভুলতে বলে তাকে আমায়
আমি মনে রাখব!
ঘৃণা ভুলে ভালবেসেই
চির জীবন বাঁচব!
ইচ্ছে মনের কাঁদবনা আর
হাসব শুধুই হাসব!
সত্যি এখন মনের মতন
কেবল ভাল-বাসব!
_______________