মনটাকে শান্ত কর অবুঝ মেয়ে।
হাঁড় ভেঙ্গনা গাছে মেরে ল্যাং।
স্বপ্নে চেয়ে সব কিছু আর
যুদ্ধে হেরে বাস্তবেতে ভাঙ্গ কেন ঠ্যাং?
তোমার উড়নচন্ডি মনের মাঝে
খামখেয়ালী ইচ্ছে গুলো।
রাগের মাথায় স্বপ্ন ভাঙ্গে-
একটু তাদের থামতে বল।
তোমার প্রিয় ফুলছে দেখ
যেন বিড়ি মুখে ব্যাঙ।
মরবে ফুটে গুড়ুম করে
আর মেরোনা ঢ্যাং!
এ কেমন পাগলামী-রে?
বিনুট খুলে ঝগড়া-ঝাটি!
মাথার আঁচল কোমড় বেঁধে
আকাশ তুলে ধুলোমাটি-
এ যেন রনাঙ্গনে বীরাঙ্গনা
যুদ্ধে মেতেছেন!
20/08/14