বেদুঈন মরুর পিঠে চাবুক চালিয়ে-
১০ ফুটা ঘামে ১ফুটা জল কিনে!
তবুও সে বাঁচার স্বপ্ন দেখে!
দু'পা হারানো ভিখারী-
যে আল্লাহ তাকে এমন বানিয়ে পাঠিয়েছে-
তাঁর কালিমার আহাজারিতে খুঁজে এক মুঠো ভিক্ষে!
সেও বাঁচার স্বপ্ন দেখে!
আমার পাড়ার স্বামী ছেড়ে যাওয়া মেয়েটি-
তার বাচ্চাদের এক বেলা খাওয়ায়ে
তিরিশ টি রোজা রেখেছে এ গ্লাস পানি খেয়ে!
প্রতিদিন দেখি এক-হাত বিহীন এক কিশোর
রিক্সার চালিয়ে অসুস্থ মায়ের মুখে অন্ন-অষুধ তুলে…
আফ্রিকার দূর্ভিক্ষে মানুষ মাটি কামড়িয়ে খায়
একটু বেঁচে থাকার আশায়!
পশ্চিমা সুখ বিলাসের দেশেও
সুখে বাঁচার স্বপ্নে চলে লিভটুগেদার!
তবুও আমার চারপাশে ঝরে পড়ে প্রাণ সস্তায়!
স্টার জলসার নাটক দেখতে না পেরে
রিয়া ও রেখার আত্মহত্যা!
পাখি ড্রেশ কিনতে না পেরে ১০, ১৪ ও ১৩ বছরেই
নূরজাহান হালিমা ও মীম এর আত্মহত্যা!
এইসএসসি পরীক্ষায় ফেল করে
মুকিত নন্দিতা আরো অনেক অজানা জীবন বিসর্জন!
পরকীয়া-ভালবাসা-প্রেম অভিমানে
প্রতিনিয়তই মরে কত জন…
যেন এ জীবন খুব সস্তা!
বীজয়ী কেতন উড়ে পৃথিবীতে যুগ যুগ
তারা আজ কেউ বেঁচে নেই, আছে অন্তরে…
জানিনা না পেয়ে বা না পেরে লক্ষ্যে পৌঁছাতে
কেন জীবন বিলিয়ে দেয় অনাস্থায়?
অভিমানে বোধদ্বয় কেন দেয়া বিসর্জন?
যে জীবন সংগ্রামে হেরে যাওয়া বারণ-
কেন নিজের কাছেই মেনে নেয়া এ পরাজয়?
কেন নিজে সব পেতে কেন ইচ্ছে হয়?
জীবন মানে তো শুধু পাওয়ার
সাধনায় বেঁচে থাকা নই…
তবুও চারপাশে ঝরে পড়ে
প্রাণ সস্তায় মেনে পরাজয়!
দীর্ঘ এক মাস পর ফেরা… সবাই কে অনেক miss করেছি। আশা করি সবাই ভাল ছিলেন!