মেয়েটার কাজল কালো চোখ,
শ্যামল বরণ গায়ের রঙেই ছাড়!
কথা কই মনের মত,
মনের আপন এমন মিলা ভার!
সবার সুখের কারণ সে,
তাকে দুঃখে পাশে পায়।
তার হৃদয় যেন স্নেহের আঁচল
সবুজ-শ্যামল মায়ায়!
তবু তার চোখের জল লুকোই আঁচল,
মুখ ঢাকে সে কষ্ট স'য়ে।
তার ভালবাসার মূল্য বুঝে
এমন কেউ পাইনা খুঁজে!
বলি তার কিসের কম? শ্যামল বরণ-
গায়ের রং ছাই! তাই? (!)
হ্যাঁ তাই!
এ সময় ভালবাসায় প্রেম বিরহে
সে যাইনা বেচা, এখন হাটি'ই বসে ভাই!
মনের মূল্য শূন্য যখন-
কৃষ্ণ বরণ গায়। তাকে কে চাই?