আমি তোমাকে অনেক করে চাই!
বলতে পারিনা! বলতে পারিনা-
কত ভালবাসি তোমায়! তাই-
আমি বৃষ্টির কাছে বলে গিয়েছি
সুর দিয়েছি সাজায়।
রিম ঝিম ঝিম মিষ্টি সুরে
আমি তোমাকেই চাই!
শুধু তোমাকেই চাই।।
আমি জানালায় বসে বাতাসের সুরে
ভালবাসা গান গায়!
আমি সবুজের নই তোমার আঁচলে
ভালবাসা দোল খাই!
আমি রংধনু রঙে সাজায়েছি মন।
তোমার জন্য সেজেছি সঙ!
আবুল তাবুল মনের ভুলেই চাইনা বলেছি তাই!
সত্যি বলতে বলতে পারিনা,
আমি তোমাকেই চাই।
শুধু তোমাকেই চাই!